kalerkantho


আজীবন বার্সায় মেসি

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বার্সেলোনা আর লিওনেল মেসি নাম দুটি সমার্থক হয়ে আছে। তাহলে আর বার্সা ছাড়া কেন? এ জন্যই বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেফ বার্তেমোউ জানালেন, চাইলে আজীবনের চুক্তি করতে পারেন মেসি! ২০১৮ সালে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বলেই মেসির সঙ্গে বসতে চান তিনি, ‘মেসির সঙ্গে অবশ্যই কথা বলব আমরা। সে জানে এখানে তার সারা জীবনের একটা চুক্তি আছে। এর কোনো সীমা নেই। সীমারেখা টানবে মেসি নিজেই। এখন মেসির বয়স ২৯ বছর। ও মেধাবী, উচ্চাকাঙ্ক্ষী আর অনেক বছর খেলার মতো নিখুঁত শারীরিক অবস্থায় আছে। কয়েক মাসের মধ্যেই নতুন চুক্তি করে ফেলব আমরা।’ এপি


মন্তব্য