kalerkantho


আমার কাছে জাদু নেই

বললেন আমির

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০এবারের ইংল্যান্ড সফরের আগেই স্বাভাবিকভাবেই মোহাম্মদ আমির ছিলেন আলোচনায়। স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে এখান থেকেই তাঁর জীবনের ছয়টি বছর ঝরে গেছে। সেই ইংল্যান্ডে এবার নতুন আমিরকে দেখা যাবে বলেই আশা করা হচ্ছিল। কিন্তু সফরটা তিনি শেষ করেছেন একেবারে সাদামাটাভাবে। ৪ টেস্টে ১২ উইকেট, ৪ ওয়ানডেতে ৪ উইকেট। আগের সেই আমিরকে খুঁজে পাওয়া তো যায়ইনি, ফিরে আসা নতুন আমিরকেও যেন চেনা গেল না ঠিকভাবে। তার জন্য আমির নিজে অবশ্য হতাশ নন। ‘আমার কাছে জাদু নেই’—বলে উল্টো বাস্তবতাটাই বোঝাতে চেয়েছেন সমর্থকদের, ‘আমি জানি সব সময়ই আমার কাছে দারুণ কিছু প্রত্যাশা করা হয়। কিন্তু বাস্তবতা হলো আমার কাছে এমন কোনো জাদু নেই যে এক দিনেই আমি সব প্রত্যাশা পূরণ করে দিতে পারব।’

ছয় বছর পর ফিরে নিজেকে ফিরে পেতে যে লড়াই করেছেন, সেটিই জানিয়েছেন অকপটে ২৪ বছর বয়সী এই পেসার, ‘ছয় বছর পর আমি এই পর্যায়ে খেলছি। আমি জানি আমাকে অনেক পরিশ্রম করতে হবে। দারুণ কিছুর জন্য সময় প্রয়োজন। এমনকি আমি যখন ক্যারিয়ার শুরু করি তখনো এক বছর লেগে গেছে আমার পারফরম্যান্স অন্যদের নজরে আনতে।’ তবে ইংল্যান্ডে এই সফরটা দেখছেন তিনি ইতিবাচক হিসেবেই, অন্তত নিজের অবস্থানটা এখন পরিষ্কার তাঁর কাছে, ‘ইংল্যান্ড সফরে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে বুঝতে পেরেছি আমাকে আরো বদলাতে হবে। আরো পরিশ্রম করতে হবে, ফিটনেসে আরো উন্নতি আনতে হবে। একটা পর্যায়ে নিশ্চয় আমি আরো সহজেই পারফর্ম করতে পারব।’ সামনে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরেই নিজের সেরাটায় ফিরবেন এমন আত্মবিশ্বাসও এখন তাঁর, ‘বড় ব্যাপার হলো এই সফরটায় আমি চাপ নিয়েও স্বাভাবিক খেলাটা খেলে গেছি। এতে আমার আত্মবিশ্বাস বেড়েছে। আমি নিশ্চিত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে আমি ভালো করব।’ ক্রিকইনফো


মন্তব্য