kalerkantho


রোনালদিনহোর আর এক বছর

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হাতে এম্পায়ার স্টেট ভবনের রেপ্লিকা। সেটা নিয়েই রোনালদিনহো চাপলেন সুইচ। তাতে পুরো ভবন রঙিন হলো বার্সেলোনার বিখ্যাত নীল-মেরুন রঙে। ইউনিসেফের সঙ্গে চুক্তির ১০ বছর পূর্তিতে এমন আয়োজন নিউ ইয়র্কে। সেই সঙ্গে এখানে নতুন একটি অফিসও খুলছে বার্সেলোনা। তারা ব্রাজিলের ‘রাজকুমার’কে চাইছে উত্তর আমেরিকায় ক্লাবের প্রচারণায়। দুইবারের ফিফা বর্ষসেরা এ ফুটবলারের জাদুতে অন্ধকার যুগ থেকে আলোয় ফেরা বার্সার। তবে ২০০৮ সালে ক্লাব ছাড়ার পর নিজের ক্যারিয়ারই পড়ে অন্ধকারে। এসি মিলান, ফ্লামেঙ্গো, অ্যাতলেতিকো মিনেইরোয় খেলা এই কিংবদন্তি কিছুদিন আগে ভারতেও খেলে গেছেন ফুটসাল। তবে বয়সের ভারে পারছেন না আর। তাই আনুষ্ঠানিক অবসর নিতে চান এক বছর পর, ‘বুড়ো হয়ে গেছি। বয়স ৩৬ চলছে। এখন তো আর ২৬ বছর বয়সীদের মতো খেলতে পারি না। ভাবছি শেষটা টানব কিভাবে। ইচ্ছা আছে আর এক বছরের মতো খেলার।’ এপি


মন্তব্য