kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


তবু আছেন প্লাতিনি

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০মিশেল প্লাতিনি, ফ্রান্সের সর্বকালের সেরা খেলোয়াড় তো বটেই, কারো কারো মতে দেশ-কাল নির্বিশেষে সর্বকালের সেরাদেরই তিনি একজন। খেলা ছাড়ার পর ছিলেন ফুটবল প্রশাসনে, হয়েছিলেন উয়েফার প্রেসিডেন্টও।

কিন্তু দুর্নীতিতে জড়িয়ে শ্রদ্ধা ও সম্মান সবই খুইয়েছেন তিনি। ফুটবল থেকে নিষিদ্ধ করে তাঁকে ফিফা, নানা আইনি মারপ্যাঁচের পর নিষেধাজ্ঞার সময়সীমাটা কমে হয়েছে চার বছর। ফুটবল প্রশাসনে সব রকম কর্মকাণ্ডে নিষিদ্ধ প্লাতিনিই আগামী সপ্তাহে যোগ দেবেন উয়েফা কংগ্রেসে। এথেন্সে অনুষ্ঠিত এই কংগ্রেসে অবশ্য নিজ খরচাতেই যাবেন সাবেক এই ফরাসি ফুটবলার। এই কংগ্রেসেই নির্বাচিত হবেন উয়েফাতে প্লাতিনির উত্তরসূরি। এই কংগ্রেসে প্লাতিনির উপস্থিতি নিষেধাজ্ঞা ভঙ্গ করবে কি না—জানতে চেয়ে ফিফার কাছে চিঠি দিয়েছিল এএফপি, জবাবে ফিফার মুখপাত্র জানিয়েছেন ‘আগে থেকে অনুমতি না নিয়ে রাখলে সমস্যা হবে। ’ বুধবার পর্যন্ত ফিফার কাছে কোনো আবেদন জমা পড়েনি। আগামী সপ্তাহে এথেন্সের কংগ্রেসেই নির্বাচিত হবে উয়েফার প্রেসিডেন্ট। দুই প্রার্থী স্লোভেনিয়ার আলেক্সান্ডার কেফরিন ও নেদারল্যান্ডসের মাইকেল ভ্যান প্রাগ। এএফপি


মন্তব্য