ক্রীড়া প্রতিবেদক : আগামী দুটি দলবদল অর্থাৎ ২০১৮ সাল পর্যন্ত খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা বহাল থাকছে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের ওপর। অপ্রাপ্ত বয়স্ক খেলোয়াড় কেনায় অনিয়মের কারণে ফিফার আরোপিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল মাদ্রিদের ক্লাব দুটি। কিন্তু কাল সেই আপিল খারিজ করে দিয়েছে ফিফা। তার মানে নিষেধাজ্ঞা বহালই থাকছে তাদের ওপর।
এর আগে এই অপরাধে বার্সেলোনার ওপর ফিফার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। রিয়াল ও অ্যাতলেতিকো এবার আপিল করলেও ধরেই নেওয়া হচ্ছিল বার্সার মতই তাদের শাস্তি ভোগ করতে হবে, সেটিই হয়েছে। তবে রিয়ালের পক্ষ থেকে এর মধ্যেই জানানো হয়েছে, ফিফার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে। সেখানে সফল না হলে ২০১৮ পর্যন্ত আর নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে না তাদের। তবে এই সময়ের মধ্যে নিজেদের খেলোয়াড় বিক্রি করতে পারবে তারা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের