kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


সংক্ষিপ্ত

সিলেট থেকে ১০ জন

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : গাজি টায়ারস ক্রিকেটার্স হান্টে সিলেট বিভাগের বাছাই পর্ব থেকে ইয়েস কার্ড পেয়েছ ১০ জন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪ ও ৫ সেপ্টেম্বর হয়েছে এ প্রতিভা অন্বেষণ কর্মসূচি, যেখানে অংশ নিয়েছিল এক হাজার ৫০০ প্রতিযোগী।

প্রাথমিক বাছাইতে উতরে যায় ১০৭ জন, তাদের ভেতর থেকে পরবর্তী রাউন্ডের জন্য ১০ জনকে নির্বাচিত করা হয়। নির্বাচক প্যানেলে কোচ সালাহউদ্দিনের সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ ও সাবেক জাতীয় ক্রিকেটার অলক কাপালি। সিলেট থেকে নির্বাচিত ১০ জনের মধ্যে পাঁচজন পেসার, দুজন স্পিনার ও তিনজন ব্যাটসম্যান।


মন্তব্য