kalerkantho


জুনিয়র চ্যাম্পিয়নও ফাহাদ

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : সাব জুনিয়রের পর জুনিয়র দাবারও শিরোপা জিতেছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। টুর্নামেন্টের আট খেলায় সাড়ে ৭ পয়েন্ট তার। সমান পয়েন্ট ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হকের। তবে টাইব্রেকিংয়ে ফাহাদ পেছনে ফেলেছে ইকরামুলকে। অষ্টম রাউন্ডের খেলায় ফাহাদ স্বর্ণাভ চৌধুরীকে, ইকরামুল হারিয়েছে আব্দুল্লাহ আল রাইসনকে। ৬ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে তৃতীয় হয়েছে আবু জাফর সিদ্দিক। মেয়েদের বিভাগে ৬ পয়েন্ট নিয়ে সেরা দাবাড়ু হয়েছে প্রতিভা তালুকদার, সাড়ে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ওয়ালিজা আহমেদ।


মন্তব্য