kalerkantho

মঙ্গলবার। ২১ ফেব্রুয়ারি ২০১৭ । ৯ ফাল্গুন ১৪২৩। ২৩ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সংক্ষিপ্ত

চলে গেলেন লিন্ডসে টুকেট

৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের প্রাণভোমরা ছিলেন তিনি। নটিংহামে ১৯৪৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটে পথচলা শুরু করেন লিন্ডসে টুকেট। তিন বছরের সংক্ষিপ্ত আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রোটিয়াদের হয়ে অবশ্য মাত্র ৯টি টেস্ট খেলারই সৌভাগ্য হয় তাঁর। লুকেটকে সবাই অবশ্য চেনে নাটকীয় ডারবান টেস্টে শেষ ওভার বল করার জন্য। ১৯৪৮ সালের কিংসমিডের ওই ম্যাচে শেষ বলে ২ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ১৯৪৯ সালে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলা টুকেটের অন্য একটা পরিচয়ও অবশ্য ছিল এত দিন, সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটারের। সেই লিন্ডসে টুকেট এখন না ফেরার দেশে। গতকাল ব্লুমফন্টেইনে ৯৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। টুকেটের মৃত্যুতে এখন সবচেয়ে বেশি বয়সী জীবিত টেস্ট ক্রিকেটার জনি ওয়াটকিনস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারের বয়স এখন ৯৩। ক্রিকইনফো


মন্তব্য