kalerkantho


অবশেষে পাকিস্তানের জয়

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০কার্ডিফে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের ৯ উইকেটে করা ৩০২ রান ১০ বল ও ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। ইংল্যান্ডের জেসন রয় ৮৭ ও বেন স্টোকস করেন ৭৫ রান। হাসান আলী ৪ আর মোহাম্মদ আমির নেন ৩ উইকেট। জবাবে শুরুটা ভালো না হলেও শোয়েব মালিকের ৭৭ আর সরফরাজ আহমেদের ৯০ রানে জয়ের পথে এগিয়ে যায় পাকিস্তান। শেষটায় মোহাম্মদ রিজওয়ান (৩৪*) ও ইমাদ ওয়াসিমের (১৬*) ব্যাটে আসে স্বস্তির জয়। ক্রিকইনফো


মন্তব্য