kalerkantho


মেসির অটোগ্রাফে বিয়ে

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রেমের জোয়ারে ভাসছিলেন দুজন। হঠাৎ ছন্দপতন। লিওনেল মেসির পাঁড় ভক্ত হোর্হে পাভন বান্ধবী সিসিলিয়া ফার্নান্দেজকে শর্ত দিয়ে বসেন, ‘প্রিয় ক্লাবের জার্সিতে মেসির অটোগ্রাফ এনে দিলেই বিয়ে করব তোমাকে।’ পুলিশকর্মী সিসিলিয়া অনেক চেষ্টা করেও জেদ থামাতে পারেননি প্রেমিকের। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় অটোগ্রাফ নেওয়ার কাজটা কঠিন হয়ে যায় আরো। তবে অবসর ভেঙে ফেরার পর আর দেরি করেননি সিসিলিয়া। আর্জেন্টিনার টিম হোটেলের সামনে ‘শার্টে অটোগ্রাফ দাও দয়া করে, বিয়ে করতে পারব তাহলেই’—প্ল্যাকার্ড লিখে দাঁড়িয়ে ছিলেন তীর্থের কাকের মতো। সেটা নজরে আসার পর হাসিমুখে মেসি অটোগ্রাফ দেন নিওয়েলস ওল্ড বয়েজের জার্সিতে। তাতে আর্জেন্টাইন এই জুটির মধুর প্রণয় পেতে যাচ্ছে পূর্ণতা। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই দুজন এখন রীতিমতো সেলিব্রেটি! এপি


মন্তব্য