kalerkantho

টপ অব দ্য ডে

৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০টপ অব দ্য ডে

রিও অলিম্পিক স্বপ্নের মতো কেটেছে হুয়ান মার্তিন দেল পোত্রোর। সোনা না জিততে পারলেও এককের ফাইনালে খেলাটাও তো কম কৃতিত্বের নয়। ফ্ল্যাশিং মিডোতেও দারুণ সময় কাটছে আর্জেন্টিনার এই খেলোয়াড়ের। দাপুটে জয়ে নাম লিখিয়েছেন ইউএস ওপেনের শেষ ষোলোয়। তৃতীয় রাউন্ডে তিনি আবার বিদায় করেছেন একাদশ বাছাই স্প্যানিয়ার্ড ডেভিড ফেরারকে। পোত্রো ম্যাচ জেতেন ৭-৬, ৬-২, ৬-৩ গেমে।


মন্তব্য