kalerkantho

বুধবার। ২২ ফেব্রুয়ারি ২০১৭ । ১০ ফাল্গুন ১৪২৩। ২৪ জমাদিউল আউয়াল ১৪৩৮।


ফ্লপ অব দ্য ডে

৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লামটা ফ্ল্যাশিং মিডোতেই জিতেছিলেন সামান্থা স্তোসুর। ২০১১ সালের ওই সোনালি সাফল্য অবশ্য আর ফিরিয়ে আনতে পারছেন না এই অস্ট্রেলিয়ান। দ্বিতীয় রাউন্ডে শেষ হয়ে গেছে তাঁর এবারের ইউএস ওপেনের মিশনও। অন্তরঙ্গ বন্ধু এবং ডাবলসের সঙ্গী চীনের জেং সুয়াইয়ের বিপক্ষে হেরেছেন সরাসরি সেটে। তৃতীয় রাউন্ডে একতরফা লড়াইয়ে সাবেক ষোড়শ বাছাই স্তোসুর ম্যাচ হেরেছেন ৩-৬, ৩-৬ গেমে।


মন্তব্য