kalerkantho

জাপানের হার

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ২-১ গোলে হেরে গেছে এশিয়ার পাওয়ার হাউস জাপান। ম্যাচের ১১ মিনিটে কেইসুকে হোন্ডার গোলে জাপান এগিয়ে গেলেও ২০তম মিনিটে আহমেদ খলিলের ফ্রিকিক থেকে করা গোলে সমতা ফেরায় আমিরাত। এরপর ৫৪ মিনিটে পেনাল্টি থেকেও খলিল গোল করলে হেরে যায় জাপান। অস্ট্রেলিয়া ২-০ গোলে ইরাককে এবং দক্ষিণ কোরিয়া ৩-২ গোলে হারিয়েছে চীনকে। ফিফা


মন্তব্য