kalerkantho


ফ্লপ অব দ্য ডে

২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

ক্যারিয়ারের একমাত্র গ্র্যান্ড স্লামটা এ বছরই জিতেছেন গারবিনে মুগুরুজা। ফ্রেঞ্চ ওপেন জয়ের পর সময়টা অবশ্য ভালো যাচ্ছে না এই স্প্যানিয়ার্ডের। উইম্বলডনে বিদায় নেন দ্বিতীয় রাউন্ড থেকে। দুই ম্যাচ খেলে শেষ হয়ে গেছে ইউএস ওপেনের স্বপ্নও। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে লাটভিয়ার অখ্যাত খেলোয়াড় আনাস্তাসিয়া সেভাস্তভার বিপক্ষে সরাসরি ৫-৭, ৪-৬ গেমে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই মুগুরুজা।


মন্তব্য