kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


মরোজভের রেকর্ড

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বিশ্ব রেকর্ড গড়ার পাঁচ দিনের মাথায় নিজেই তা ভেঙে দিয়েছেন রুশ সাঁতারু ভ্লাদিমির মোরোজভ। বিশ্ব সাঁতার ট্যুরে গত শুক্রবার প্যারিসে তিনি ৫০.৬০ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে নতুন রেকর্ড গড়েছিলেন।

পরশু বার্লিনে একই ইভেন্টে সোনা জিততে নিয়েছেন তিনি ৫০.৩০ সেকেন্ডে। শর্ট কোর্সের আসরে ১০০ মিটার ফ্রিস্টাইলও জিতেছেন ২৪ বছর বয়সী এই সাঁতারু। একই মিটে অলিম্পিকে তিন সোনা জেতা কাতিঙ্কা হসুও এর মধ্যে তিনটি সোনা জিতে নিয়েছেন। ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার ব্যাকস্ট্রোকের পর জিতেছেন তিনি ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতেও। এ ছাড়া প্যারিসের পর ক্যামেরন ফন ডার বার্গ বার্লিনেও জিতেছেন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক। এএফপি


মন্তব্য