kalerkantho


মরগানের জন্য দেরি

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০এউইন মরগানের মত জানতেই বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করতে দেরি করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক বাংলাদেশ সফরে আসতে রাজি হলেও এখনো ওয়ানডে অধিনায়ক মরগানের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি ইংল্যান্ডের নির্বাচকরা। তাঁরই মতো দোটানায় আছেন আরো কয়েকজন। তাই সাবেক অধিনায়ক ও ইসিবি পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউসের সঙ্গে সম্ভাব্য খেলোয়াড়দের ব্যক্তিগত আলাপচারিতা শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষাই করবে ইসিবি।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ সফর, তাদের দেশ ছাড়ার কথা ২৯ সেপ্টেম্বর। অথচ এখনো অধিনায়ক বেছে নিতে পারছে না ইসিবি। মরগানের উত্তর যদি না হয়, তাহলে নির্বাচকদের সামনে গুরুতর সংকট। জো রুটকে হয়তো ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। মরগান না থাকলে রুটই হবেন অধিনায়ক, এখন রুট যদি ওয়ানডে না খেলেন তাহলে ক্যাপ্টেন্সি করার কথা জস বাটলারের, তিনিও তো আসতে অনিচ্ছুক। মঙ্গলবার দল ঘোষণার জন্য বসার কথা নির্বাচকদের। এমন অবস্থায় তারা হয়তো এক সপ্তাহ দেরিতেই দল ঠিক করবেন। মেইল অনলাইন


মন্তব্য