kalerkantho


লুইজ আবার চেলসিতে

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ব্রাজিলিয়ান ডিফেন্ডার দাভিদ লুইজ ফিরেছেন চেলসিতে। মাঝে দুই বছর প্যারিস সেন্ত জার্মেইতে কাটিয়ে আবারও ঝাঁকড়া চুলের এই খেলোয়াড়ের দেখা মিলবে চেলসির নীল জার্সিতে। এ জন্য চেলসিকে দিতে হয়েছে ৩৪ মিলিয়ন পাউন্ড। ফিওরেন্তিনা থেকে লেফটব্যাক মার্কাস আলোনসোকেও সই করিয়েছে ‘ব্লু’রা, এই স্প্যানিয়ার্ডের জন্য তাদের খরচা ২৩ মিলিয়ন পাউন্ড।

ইংলিশ চ্যাম্পিয়ন লিস্টার সিটি সই করিয়েছে আলজেরিয়ার ফরোয়ার্ড ইসলাম স্লিমানিকে। লিস্টারে আসার জন্য জাতীয় দলের ক্যাম্প ছাড়ার অনুমতি পেয়েছেন স্পোর্টিং লিসবনের এই ফরোয়ার্ড, তাঁকে দলে নিতে লিস্টার লিসবনকে দিচ্ছে ২৯ মিলিয়ন পাউন্ড। আর্সেনাল ধারে বোর্নমাউথে পাঠিয়ে দিচ্ছে জ্যাক উইলশায়ারকে। মার্সেই থেকে টটেনহামে এসেছেন গিওর্জেস কেভিন এনকিদু। ফ্রি এজেন্ট হিসেবে ওয়েস্টহ্যামে এসেছেন রিয়াল মাদ্রিদে খেলা ডেভিড আরবেলোয়া। বিবিসি


মন্তব্য