kalerkantho


‘বার্সার চেয়ে ভালো কেউ না’

মনে করেন গার্দিওলা

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০বার্সেলোনায় তিনি নতুন যুগের শুরু করে গেছেন কোচ হিসেবে। খেলোয়াড় হিসেবে বার্সার হয়েই তাঁর খ্যাতি। পেপ গার্দিওলার হৃদয়ে কাতালান ক্লাবটির জায়গা নিশ্চয় সবার আগে। তবে শুধু আবেগ থেকেই নয়, পেশাদারির জায়গা থেকেও এ মুহূর্তে বার্সাকেই সেরা দল মানেন ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার আগেই আগেই এমন মন্তব্য তাঁর, ‘এ মুহূর্তে বার্সার চেয়ে ভালো কেউ খেলে না। তাদের আক্রমণত্রীর জবাব নেই, কিন্তু তারাও সব নয়, অনেক কাজ হয় তাদের পেছনেও।’

আগামী ১৯ অক্টোবর সিটিজেনদের কোচ হিসেবে প্রথমবার বার্সার মুখোমুখি হবেন গার্দিওলা। ম্যানচেস্টারে পা দিয়েই দলটির খোলনলচে অনেকটাই বদলে ফেলেছেন তিনি। বার্সা থেকেই ক্লাওদিও ব্রাভোকে দলে টেনেছেন জো হার্টকে বিদায় করে দিয়ে। দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার ছাড়ার তালিকায় যোগ হয়েছেন আরো দুজন। ধারে এক বছরের সেভিয়ায় সামির নাসরি ও স্ট্রাইকার উইলফ্রায়ে বনি নাম লিখিয়েছেন স্টোক সিটিতে। মার্কা, এএফপি


মন্তব্য