kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


সংক্ষিপ্ত

শীর্ষে ফিরেছেন স্টেইন

১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০শীর্ষে ফিরেছেন স্টেইন

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সের পরপরই টেস্ট বোলার র্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন ডেইল স্টেইন। ২০১৪ থেকে গত ডিসেম্বর পর্যন্ত শীর্ষস্থানটা তাঁর দখলেই ছিল।

ছিটকে গিয়েছিলেন চোটের কারণে, আট মাস পর তা পুনরুদ্ধার করলেন ৩১ বছর বয়সী স্টেইন। এদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে দলীয় র্যাংকিংয়ে ভারতকেই চোখ রাঙাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ২ ম্যাচের সিরিজের আগে দ্বিতীয় স্থানে থাকা ভারতীয়দের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে ছিল তারা। ১-০তে সিরিজ জিতে সেই ব্যবধান নামিয়ে এনেছে তারা ১-এ। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে বিরাট কোহলি অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করা লোকেশ রাহুল ৬৭ ধাপ এগিয়ে এখন ৩১তম স্থানে। ৪৯ বলে সেঞ্চুরি করা ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস এগিয়েছেন ২৮৮ ধাপ, তিনি এখন ৫১ নম্বরে। বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ পাঁচে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন, অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব আল হাসান অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছেন। ক্রিকইনফো


মন্তব্য