kalerkantho

শনিবার । ২১ জানুয়ারি ২০১৭ । ৮ মাঘ ১৪২৩। ২২ রবিউস সানি ১৪৩৮।


ফ্লপ অব দ্য ডে

৩ এপ্রিল, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

গোলবারের নিচে দুঃস্বপ্নের মতো একটি রাত গেল ব্র্যাড গুজানের। ভিলা পার্কে চেলসির বিপক্ষে অ্যাস্টন ভিলার বড় হারে যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষকের দায়ও অনেকখানি। প্রথম গোলের জন্য যদিও কাঠগড়ায় দাঁড় করানো যাবে না তাঁকে। তবে পেদ্রোর করা ম্যাচের তৃতীয় গোলটি হয়েছে কিন্তু গুজানের অমার্জনীয় ভুলেই। এর আগে পাতোর করা পেনাল্টিও আটকাতে পারেননি তিনি। বরং ৫৯ মিনিটে হজম করেছেন আরেক গোল।


মন্তব্য