kalerkantho


রবি শাস্ত্রীর বিদায়

২ এপ্রিল, ২০১৬ ০০:০০রবি শাস্ত্রীর বিদায়

বিশ্বকাপ টি-টোয়েন্টি থেকে ভারত ছিটকে যেতেই শেষ হয়ে গেছে রবি শাস্ত্রীর চুক্তি। টিম ডিরেক্টর পদ বিলুপ্ত করে আবার ফুলটাইম কোচে ফিরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। গতকাল বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর স্পষ্ট করেই বলেছেন, ‘রবি শাস্ত্রীর চুক্তি শেষ। আমরা একজন ফুলটাইম কোচ চাইছি আর এটা চূড়ান্ত করবে ক্রিকেট উপদেষ্টা কমিটি। টিম ডিরেক্টরের কোনো পদ থাকবে না, কেবলই ফুলটাইম কোচ থাকবে।’

২০১৪ সালে রবি শাস্ত্রীর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তিই হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। পরশু ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে ভারত বিদায় নিলে স্বাভাবিকভাবেই এই টিম ডিরেক্টরের চুক্তিও শেষ হয়ে যায়। তিনি এখন চাইলে কোচ হিসেবে থাকতে পারেন তবে সেটা নির্ভর করছে বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটির সিদ্ধান্তের ওপর। ‘এটা সম্পূর্ণভাবে ক্রিকেট উপদেষ্টা কমিটির ব্যাপার। কোচেরই একটিমাত্র পদ থাকবে এবং এ জন্য সম্ভাব্য একটা তালিকাও করতে বলা হয়েছে কমিটিকে’—বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সেক্রেটারি। এনডিটিভি


মন্তব্য