kalerkantho


খারাপ দিনের আক্ষেপ উইলিয়ামসনের

১ এপ্রিল, ২০১৬ ০০:০০শুরুতে নিউজিল্যান্ডের সব ঠিক থাকে। এবারও যেমন ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে ভারতকে স্পিনে বেঁধে ফেলে কুড়িয়ে নিয়েছিল ক্রিকেট বিশ্বের প্রশংসা। সুপার টেনের সব ম্যাচ জিতে হয়ে উঠেছিল শিরোপার অন্যতম দাবিদারও। কিন্তু নকআউট পর্বে আবারও সেই নিউজিল্যান্ড, ইংল্যান্ডের কাছে সেমিতে হেরে শিরোপাস্বপ্ন জলাঞ্জলি যাওয়ার পর কেন উইলিয়ামসনের দীর্ঘশ্বাস, ‘আজকের দিনটা আমাদের ছিল না।’

অথচ বুধবারের সেমির শুরুতে মনে হচ্ছিল বুঝি ১৮০’র বেশি রান করবে কিউইরা। ‘১৩০ রানে ৩ উইকেট তো বড় স্কোরের জন্য খুব ভালো প্লাটফর্ম। কিন্তু সেটা আর করতে পারিনি আমরা। আমি বলব না যে নিজেদের ব্যর্থতায় আমরা বড় স্কোর গড়তে পারিনি, ওই সময়টা ইংলিশরা খুব ভালো বোলিং করেছে। টি-টোয়েন্টি দ্রুতই রং বদলায়। আমি মনে করি প্রতিটি ম্যাচই আলাদা। মাঠে নেমে আপনাকে সেরা ক্রিকেটটাই খেলতে হবে। তবে যদি প্রতিপক্ষ আরো ভালো খেলে তখন আপনাকে হারতেই হবে। ইংল্যান্ড আজ সেটাই করেছে’—ম্যাচের পর বলছিলেন উইলিয়ামসন। ক্রিকইনফো


মন্তব্য