kalerkantho


নির্বাচকদের ওপর ক্ষুব্ধ ওয়ার্ন

১ এপ্রিল, ২০১৬ ০০:০০সুপার টেন থেকে পাততাড়ি গুটিয়ে দেশে ফিরে গেছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের পরাক্রমশালীদের এ বিদায়ের পেছনে নির্বাচকদের ভুলকেই দায়ী করেছেন দেশটির লেগস্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। তাঁর দৃষ্টিতে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির জন্য ঠিকঠাক দল গঠন করতে পারেননি অস্ট্রেলীয় নির্বাচকরা।

‘প্রথমেই বলব দল গঠনেই আমাদের নির্বাচকরা ভুল করেছেন’, ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাত্কারে শেন ওয়ার্ন এ অভিমতের বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন, ‘আমার মনে হয় আমাদের চিন্তাতেও ভুল ছিল। ভারতে সাফল্যের ফর্মুলা না মেনে দল গঠন করেছেন নির্বাচকরা।’ তবে নির্বাচকদের ঘাড়ে দায় চাপাতে গিয়ে খেলোয়াড়দের রেহাই দেননি ওয়ার্ন, ‘আর নিষ্ঠুর সত্যি হলো, আমাদের দলও ভালো ক্রিকেটে খেলেনি। ফিঞ্চ-ওয়ার্নার উদ্বোধনী জুটিটা ভাঙা ঠিক হয়নি। এতে দলের ওপরই নেতিবাচক প্রভাব পড়েছে।’ এএফপি


মন্তব্য