kalerkantho


নেশনস কাপ দাবা

ক্রীড়া প্রতিবেদক   

১ এপ্রিল, ২০১৬ ০০:০০এশিয়ান নেশনস কাপ দাবায় বাংলাদেশ ৩-১ পয়েন্টে হারিয়েছে শ্রীলঙ্কাকে। পরশু সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত টুর্নামেন্টটির তৃতীয় রাউন্ডে  নিয়াজ মোর্শেদ, আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন হারিয়েছেন যথাক্রমে শ্রীলঙ্কার ভিরাবর্ধনে রমেশ, প্রিয়ানকারা চামিল ও এডিরিসিংগে দুলানকে। যদিও তৈয়বুর রহমান হেরে গেছেন শুভাসিংহের কাছে। তিন রাউন্ড শেষে বাংলাদেশ ৪ ম্যাচ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে।


মন্তব্য