kalerkantho


নিউজিল্যান্ডের মেয়েরাও থামল সেমিফাইনালে

১ এপ্রিল, ২০১৬ ০০:০০নিউজিল্যান্ডের মেয়েরাও থামল সেমিফাইনালে

ব্ল্যাকক্যাপদের পথই ধরল হোয়াইট ফার্নরা। নিউজিল্যান্ডের ছেলেদের ক্রিকেট দলকে যেমন বলা হয় ‘ব্ল্যাকক্যাপস’, মেয়েদের দলটার নাম ‘হোয়াইট ফার্নস’। নামের ভিন্নতা থাকলেও বিশ্ব টি-টোয়েন্টিতে ভাগ্যের কোনো বদল নেই নিউজিল্যান্ডের ছেলে ও মেয়েদের দলের। কেন উইলিয়ামসনদের বিদায়ের পরদিন, কাল সুজি বেটসের দলও যে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ রানে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকেই।

টস জিতে ক্যারিবীয়দের ব্যাট করতে পাঠিয়েছিলেন সুজি বেটস। দুই ওপেনার স্টেফানি টেইলর (২৫) ও হেইলি ম্যাথিউজকে (১৬) অল্পতে ফেরাতে পারলেও কিউইদের গলার কাঁটা হয়ে দাঁড়ান ব্রিটনি কুপার। তাঁর ৪৮ বলে ৬১ রানের ইনিংসটার পরও অবশ্য ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি ক্যারিবীয় মেয়েরা । রানতাড়ায় সুজি বেটস (১২) ও র‌্যাচেল প্রিস্ট (৬) দলকে ভালো শুরু এনে দিতে পারেননি। সোফি ডিভাইন (২২) ও সারা ম্যাকগ্লাশান (৩৮) শুরুটা ভালো করলেও ইনিংসগুলো বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৭ রান করতে পারে নিউজিল্যান্ড। ফাইনালে ক্যারিবীয়দের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ক্রিকইনফো


মন্তব্য