kalerkantho

বুধবার । ১৮ জানুয়ারি ২০১৭ । ৫ মাঘ ১৪২৩। ১৯ রবিউস সানি ১৪৩৮।


পিজিটিআই আবার

৩০ মার্চ, ২০১৬ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : চার বছর পর ঢাকায় আবার হতে যাচ্ছে পিজিটিআইয়ের (প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া) আসর। ‘বিটিআই ওপেন’ নামে কুর্মিটোলায় আজ থেকেই শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশিসহ ভারতীয় সার্কিটের ১২৬ জন গলফার অংশ নেবেন। বাংলাদেশের শীর্ষ গলফার সিদ্দিকুর রহমান ছাড়াও জামাল হোসেন, সাখাওয়াত হোসেন, দুলাল হোসেনরা আছেন ফেভারিট তালিকায়। ৩৫ লাখ রুপির আসরে ভারত থেকে অংশ নিচ্ছেন বর্তমান র্যাংকিয়ের দুই থেকে ফিরোজ আলী মোল্লা, তিনে থাকা অজিতেশ সান্ধু ও শামীম খানের মতো শীর্ষ গলফাররা।


মন্তব্য