kalerkantho


সিমন্সকে ফেরাল ফ্লেচারের চোট

৩০ মার্চ, ২০১৬ ০০:০০অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের রাতেই দুর্ভাবনার মেঘ জমা হয়েছে ভারতের ড্রেসিংরুমে। ব্যাটিংয়ের সময় গোড়ালিতে যে চোট পেয়েছিলেন যুবরাজ সিং। সেমিফাইনালে তাঁকে যদি না-ই পাওয়া যায়, সেই আশঙ্কায় মনিশ পাণ্ডেকে স্ট্যান্ডবাই হিসেবে ডেকেছে ভারতীয় দল।

গতকালই মুম্বাইয়ে যুবরাজের গোড়ালিতে এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্টে চোট গুরুতর হলে ভারতের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূল স্কোয়াডে ঢুকে যাবেন মনিশ পাণ্ডে, শেষ আন্তর্জাতিক ম্যাচে যাঁর সেঞ্চুরিও রয়েছে। সব শেষ অস্ট্রেলিয়া সফরে খেলা একমাত্র ম্যাচে সিডনিতে সেঞ্চুরি করে নিজের সামর্থ্য জানান দিয়ে রাখার সুফলই মনিশের এ ডাক পাওয়া।

এদিকে সেমিতে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন ঘটে গেছে। আফগানিস্তানের বিপক্ষে সুপার টেন ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। তাঁর পরিবর্তে লেন্ডল সিমন্সের অন্তর্ভুক্তির খবর জানিয়েছেন দলটির মিডিয়া ম্যানেজার। মজার ব্যাপার হলো চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ঠিক আগে চোট পাওয়াতেই দলে জায়গা হয়নি সিমন্সের, তাঁর জায়গা নিয়েছিলেন এভিন লুইস। এখন আরেকজনের চোট দলে ফেরার পথ করে দিল সিমন্সকে। এএফপি


মন্তব্য