kalerkantho


তবু জয় চায় দুই দলই

২৮ মার্চ, ২০১৬ ০০:০০তবু জয় চায় দুই দলই

গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও আজ উত্তেজনায় ঠাসা থাকতে পারত, হলো না পরশু ইংল্যান্ড জিতে যাওয়ায়। আজ শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হচ্ছে তাই ভাঙা হূদয় নিয়ে। ম্যাচটি সেদিক থেকে আকর্ষণহীনই হওয়ার কথা। কিন্তু সত্যিকার অর্থে দুই দলই আজ জিততে মরিয়া। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া এক জয়েই ফিরতি ফ্লাইট ধরতে চাইছে না কোনো দলই। সেমির লড়াই থেকে ছিটকে গেলেও তারা আজ সম্মান বাঁচানোর লড়াইয়ে।

গত আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার শুরুটাই ধাক্কা খেয়ে। দেশ ছাড়ার কয়েক ঘণ্টা আগে তাদের নির্বাচক কমিটি বদলে গেল। সেই সঙ্গে স্কোয়াডও। চোটগ্রস্ত লাসিথ মালিঙ্গাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি দলে আরো দুটি পরিবর্তন। এশিয়া কাপে ব্যর্থতার রেশও তখনো পুরোপুরি কাটেনি। টুর্নামেন্টে লঙ্কানদের তাই অগোছালোই দেখাল। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরু করেও টানা তিনটি হার। দক্ষিণ আফ্রিকার শুরুটাও একরকম অঘটন দিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ করেও তারা ম্যাচ জিততে পারল না। আফগানদের বিপক্ষে জয় এলেও পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার শেষ ওভারে হার। লঙ্কান অধিনায়ক ম্যাথুজ কোনো ব্যাখ্যায় যাননি, একরকম আত্মসমর্পণই করেছেন সমালোচনার মুখে, ‘গত কয়েক মাস ধরেই আমরা ভালো খেলছি না। পুরো জাতিকে আমরা হতাশ করেছি।’ শেষ ম্যাচে একটি জয় ঘুরে দাঁড়ানোর উপলক্ষও হতে পারে তাদের। প্রোটিয়ারাও চাইছে যত দ্রুত সম্ভব নিজেদের সেরা অবস্থানে ফেরার। হতাশা ভুলে দুই দলের এই ফেরার লড়াইই আজ। এএফপি


মন্তব্য