kalerkantho

টপ অব দ্য ডে

২৬ মার্চ, ২০১৬ ০০:০০টপ অব দ্য ডে

ভারতেই আইপিএলে কত ম্যাচই তো খেলেছেন জেমস ফকনার। দেশের হয়ে বিশ্ব টি-টোয়েন্টিতে এসে সেই সামর্থ্য যেন পড়েছিল আড়ালেই। পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচেই জ্বলে উঠলেন বিশ্বকাপ ফাইনালের ম্যাচসেরা। দুইবার হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত হ্যাটট্রিক হয়নি ফকনারের, তবে ২৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সেরা বোলিংয়ের রেকর্ডটা ঠিকই নিজের করে নিয়েছেন।


মন্তব্য