৩০ এপ্রিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন অনুষ্ঠিত হবে। কাল বাফুফের সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত হয়েছে নির্বাচন কমিশনও। মেজবাহ উদ্দিন আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত কমিশনের অন্য দুই সদস্য হলেন মাহফুজুর রহমান সিদ্দিকী ও আতিকুর রহমান।
কালকের এই সভায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের শাস্তি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেছেন, ‘শাস্তি অনুযায়ী আগামী ২০১৬-১৭ মৌসুমে ফরাশগঞ্জের চ্যাম্পিয়নশিপ লিগে খেলার কথা। সেটা বাদ দিয়ে তারা সরাসরি খেলবে প্রিমিয়ার লিগে।’ গত লিগে শেখ রাসেল ক্রীড়াচক্রের সঙ্গে ম্যাচের মাঝপথে রেফারির সিদ্ধান্ত অমান্য করে মাঠ ছেড়ে গেলে ফরাশগঞ্জকে ২০১৫-১৬ মৌসুমের জন্য নিষিদ্ধ এবং ১৩ লাখ টাকা জরিমানা করা হয়। নিয়াম অনুযায়ী ২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার মাধ্যমে তাদের ফুটবলে ফেরার কথা। এখানে ছাড় দিয়ে ফরাশগঞ্জকে সরাসরি প্রিমিয়ারে খেলার অনুমতি দিচ্ছে বাফুফে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের