kalerkantho

শুক্রবার । ২০ জানুয়ারি ২০১৭ । ৭ মাঘ ১৪২৩। ২১ রবিউস সানি ১৪৩৮।


মুশফিকের দুঃখ প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক    

২৫ মার্চ, ২০১৬ ০০:০০হতে পারতেন জয়ের নায়ক; কিন্তু ম্যাচের পর অন্য সবার চেয়ে একটু বেশিই কি বিষণ্ন মুশফিকুর রহিম? অসম্ভব নয়। নিজের অফিশিয়াল ফ্যান পেজে তাই এক রকম ক্ষমাই চেয়েছেন জাতীয় দলের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বুধবার ভারতের কাছে হারের প্রতিক্রিয়ায় নিজের ফ্যান পেজে তিনি লিখেছেন, ‘এ রকম সময়ে আমার ওভাবে আউট হওয়া ঠিক হয়নি। হয়তো আমার জন্যই দল হেরে গেছে। এ জন্য দেশবাসীর কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আপনাদের মুখে আবার হাসি ফোটাতে পারব। জানি হারটি আপনাদের জন্য অনেক বেদনার, আমার এবং দলের সবার জন্য পরাজয়টা কষ্টকর ছিল। ’


মন্তব্য