kalerkantho


সংক্ষিপ্ত

চেনা প্রতিপক্ষের সামনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক    

২৪ মার্চ, ২০১৬ ০০:০০বিশ্ব টি-টোয়েন্টিতে খেলতে ভারত যাওয়ার আগে সব ম্যাচেই জয়ের লক্ষ্যে মাঠে নামার কথা বলেছিলেন অধিনায়ক জাহানারা আলম। যদিও সেটা ছিল আত্মবিশ্বাস জাগানোর জন্যই, কারণ সামর্থ্যের দিক দিয়ে ভারত, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশের মেয়েরা পিছিয়ে যে অনেকটাই। গোপনে একটা ম্যাচকে ঘিরেই ছিল জয়ের প্রত্যাশা, সেটা আজকের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকেই গেছে বাংলাদেশ, দিল্লিতে আজ পাকিস্তানের বিপক্ষে জয়টাই হতে পারে এই সফরে তাদের একমাত্র সুখস্মৃতি।


মন্তব্য