kalerkantho


নিজেই সরে যাচ্ছেন আফ্রিদি!

২৪ মার্চ, ২০১৬ ০০:০০নিজেই সরে যাচ্ছেন আফ্রিদি!

পাকিস্তানই পারে এভাবে হারতে! শেষ পাঁচ ওভারে দরকার ৫৮ রান। হাতে ৫ উইকেট। অথচ শেষ ৩০ বলে কিনা একটাও চার-ছয় নেই! জেতা ম্যাচটা হাত ফসকে গেছে এ জন্য। মোহালিতে নিউজিল্যান্ডের ১৮০ রানের জবাবে পাকিস্তান থামে ৫ উইকেটে ১৫৮-তে। তাই ক্ষোভে সংবাদ সম্মেলনে আসেননি শহীদ আফ্রিদি। তবে ম্যাচ শেষে বিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর প্রথাটার জন্য এসেছিলেন মাঠে। এরপর টিভির সামনে উগরে দিলেন ক্ষোভ, ‘প্রথম ৬ ওভারে ৬০ রানের বেশি করে ফেলেছিলাম। মাঝের ওভারগুলোয় প্রচুর ডট বল খেলায় ম্যাচ থেকে ছিটকে যাই ধীরে ধীরে। আসলে আগের ভুলগুলোই করে গেছি আমরা, হারতে হয়েছে এ জন্য।’

ভারতের পর নিউজিল্যান্ডের কাছে হারায় একপ্রকার বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের। পিসিবি প্রধান শাহরিয়ার খান ম্যাচের আগেই বলেছিলেন, ‘টুর্নামেন্ট শেষে নতুন অধিনায়ক খুঁজব আমরা।’ আফ্রিদি অবশ্য নেতৃত্ব নিয়ে ভাবছেনই না। তিনি দিলেন অবসরের ইঙ্গিত, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই হয়তো আমার শেষ ম্যাচ। আপাতত সেই ম্যাচের ওপর পুরো মনোযোগ ধরে রাখতে চাই।’ ম্যাচটা শুরুর আগে আফ্রিদি জানিয়েছিলেন, ‘কাশ্মীর থেকে অনেকে সমর্থন করতে এসেছে আমাদের।’ এ নিয়ে সমালোচনার ঝড় বইছে ভারতে। খোদ বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর সতর্ক করলেন আফ্রিদিকে, ‘কোনো খেলোয়াড়ের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত নয়। এ জন্যই আফ্রিদি এত সমালোচিত পাকিস্তানে।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেননি আফ্রিদি। কোচ ওয়াকার ইউনিস সংবাদ সম্মেলনে এসেই পড়েন আফ্রিদির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে। অধিনায়কের অবসর নিয়ে অনেকটা নিশ্চিত তিনিও, ‘এ নিয়ে আমি কী বলব? অবশ্যই জাতীয় দলের হয়ে অবসর নিতে চলেছে ও। জানি না এরপর ঘরোয়া ক্রিকেট বা বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে খেলবে কি না।’ পিটিআই


মন্তব্য