kalerkantho


চলে গেলেন আরজু

ক্রীড়া প্রতিবেদক   

২৩ মার্চ, ২০১৬ ০০:০০চলে গেলেন আরজু

১৯৫০-৬০-এর দশকে ঢাকায় মাকরানি ফুটবলারদের দাপট। এর মধ্যে যে কয়জন বাঙালির পায়ে ফুটবলের ফুল ফুটেছিল তাঁদের অন্যতম ফজলুর রহমান আরজু। লড়াই করে পাকিস্তান দলে জায়গা করে নিয়েছিলেন ১৯৫৫ সালে। খেলার পাট চুকিয়ে হয়েছেন গল্পকার, নতুন প্রজন্মকে কাছে পেলেই ফুটবলের সোনালি দিনের গল্প করতেন। তাঁর সেই গল্প থেমে গেছে কাল সকালে, গল্পের তুখোড় ‘রাইট-হাফ’ আরজুর (৮৯) জীবনদীপ থেমে গেছে চট্টগ্রামে নিজের বাসায়। গতকালই গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দুপ্তারা গ্রামে দাফন করা হয়েছে তাঁকে।


মন্তব্য