kalerkantho

26th march banner

ছুটির দিনে

২৩ মার্চ, ২০১৬ ০০:০০ছুটির দিনে

দুই ম্যাচের মাঝে বিরতি মাত্র এক দিনের। তাই গতকাল আর অনুশীলনে যায়নি বাংলাদেশ দল। সেই সুযোগে বেঙ্গালুরুর শপিং মলে সতীর্থদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন মুস্তাফিজুর রহমান। সারি সারি জুতার সামনে বাঁহাতি পেসারকে দেখে ভাববেন না এর কোনো একটি কিনেছেন তিনি। নিজের পায়ের মাপের জুতার জন্য আলাদা করে অর্ডার দিতে হয় মুস্তাফিজকে, সাইজটা যে বেঢপ—১২!

 

ছবি : মীর ফরিদ বেঙ্গালুরু থেকে


মন্তব্য