kalerkantho


ফ্লপ অব দ্য ডে

২২ মার্চ, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

প্রথম খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় শিরোপা জেতা হলো না সেরেনা উইলিয়ামসের। পরশু ফাইনালে র‍্যাংকিংয়ের ১৫ নম্বর খেলোয়াড় ভিক্তোরিয়া আজারেঙ্কার কাছে ৬-৪ ও ৬-৪ গেমে হেরে গেছেন এই শীর্ষ তারকা। তাতে উল্টো আজারেঙ্কার রেকর্ডই ভারী হলো। এই বেলারুশিয়ানই সর্বোচ্চ ৪টি ফাইনালে হারালেন সেরেনাকে। আমেরিকান তারকা গত বছরও এই আসর থেকে বিদায় নিয়েছিলেন সেমিফাইনালে।


মন্তব্য