kalerkantho

বুধবার । ২৫ জানুয়ারি ২০১৭ । ১২ মাঘ ১৪২৩। ২৬ রবিউস সানি ১৪৩৮।

সাঁতারু জুটি

১৯ মার্চ, ২০১৬ ০০:০০সাঁতারু জুটি

চাইলে সোনাজয়ী জুটিও বলা যায়। বর শাহজাহান আলী রনি যে ২০০৬ এসএ গেমসের সোনাজয়ী সাঁতারু।

আর মাহফুজা খাতুন বাংলাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে এবারের এসএ গেমসেই জিতেছেন জোড়া সোনা। কাল বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দুজন।


মন্তব্য