kalerkantho


স্পিন ভাবনায় অস্ট্রেলিয়াও

১৭ মার্চ, ২০১৬ ০০:০০ভারতের বিপক্ষে ম্যাচ জেতানো বোলিং পারফরম্যান্সের পর মিচেল স্যান্টনারের মুখে এ রকম কিছু শোনাটা মোটেও বিস্ময়কর কিছু নয় যে, ‘আমি তো পরের ম্যাচেও চাইব যে উইকেট আজকের (গত পরশু নাগপুরে ভারতের বিপক্ষে) মতোই হোক।’ পুরোপুরি না হলেও কিউই এ বাঁহাতি স্পিনারের আশা কিছুটা পূরণ হতেও পারে। কারণ আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁদের পরের ম্যাচটি যে হতে চলেছে ধর্মশালায়।

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উইকেট ঢেকে রাখার কারণে স্পিন ধরার একটি সম্ভাবনাও তৈরি হয়ে আছে। যে সম্ভাবনার কারণে এমনকি অস্ট্রেলিয়ার একাদশ ভাবনায়ও পরিবর্তন আসতে পারে। উইকেট যদি সত্যিই স্পিন উপযোগী হয়ে থাকে সে ক্ষেত্রে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারেই আস্থা রাখার কথা তাদের। গতকালই ধর্মশালার উইকেট পর্যবেক্ষণ করার কথা অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেহম্যান ও নির্বাচক মার্ক ওয়াহর।  নিজেদের একাদশ ভাবনায় পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়ে রেখেছেন কোচও, ‘আমরা কোথায় খেলছি কিংবা উইকেট কেমন, তার ওপর ভিত্তি করে দল বদলে যেতেও পারে।’ সিডনি মর্নিং হেরাল্ড


মন্তব্য