kalerkantho


ফ্লপ অব দ্য ডে

১৭ মার্চ, ২০১৬ ০০:০০ফ্লপ অব দ্য ডে

টেনিসের কোর্টে সময়টা বড্ড খারাপ যাচ্ছে জাইলস সিমোনের। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টেও কোনো সুখবর নেই ফ্রান্সের এ খেলোয়াড়ের। যুক্তরাষ্ট্রের এ আসরেও তিনি যে বিদায় নিয়েছেন তৃতীয় রাউন্ড থেকে। জার্মানির অবাছাই খেলোয়াড় আলেকজান্ডার জিভেরেভের কাছে হেরেছেন সরাসরি ২-০ সেটে। তৃতীয় রাউন্ডের একতরফা ম্যাচে প্রথম সেট ৬-২-এ হারের পর দ্বিতীয়টিতে একই ব্যবধানে হেরেছেন তিনি।


মন্তব্য