সব সমালোচনা এক পাশে রেখে মাঠের ক্রিকেট দিয়ে নিজেদের প্রমাণ করেছে পাকিস্তান। বিশ্ব টি-টোয়েন্টি শুরুর আগে গতকাল ওয়ার্ম-আপ ম্যাচে শ্রীলঙ্কাকে শহীদ আফ্রিদির দল হারিয়েছে ১৫ রানে। মোহাম্মদ হাফিজের হার না মানা ঝোড়ো হাফসেঞ্চুরিতে (৪৯ বলে ৭০*) পাকিস্তান ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১৫৭ রান। জবাবে ইমাদ ওয়াসিমের স্পিনের
সামনে খেই হারানো লঙ্কানদের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৪২ রানে। সর্বোচ্চ ৪৫ রান করেছেন লাথিরু থিরিমানে। মুম্বাইয়ের ওয়ার্ম-আপ ম্যাচে ইংল্যান্ড ১৪ রানে হারিয়েছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন একাদশকে। মুম্বাই একাদশের হয়ে খেলেছেন ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড়ও। তাঁদের একজন পেসার ডেভিড উইলি হ্যাটট্রিকও করেছেন মুম্বাইয়ের হয়ে। জো রুট, মঈন আলী ও ক্রিস জর্ডানকে আউট করে হ্যাটট্রিক পূরণ করলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ইংলিশ পেসারকে। ক্রিকইনফো
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের