ক্রিকেটের রেকর্ড, ইতিহাসে জিম্বাবুয়ে বেশ এগিয়ে আফগানিস্তানের চেয়ে। আফগানরা সেই অর্থে উদীয়মান ক্রিকেট-বিশ্বে। তবে বর্তমান সময়টা বেশ ঝলমলে নূর আলী জাদরান, মোহাম্মদ নবীদের। গত বছরই জিম্বাবুয়ের মাটিতে তাঁরা জিম্বাবুয়েকে সিরিজে হারিয়ে এসেছে। সেদিক থেকেও দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ ঠোকাঠুকি হওয়ার কথা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আর এখন সমীকরণটাই এমন যে মূল পর্বে যেতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই কারো হাতেই।
নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আজ বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ (বি) সেরা হওয়ার লড়াইয়ে নামছে তারা। জিম্বাবুয়ে অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। গত বছরের হারের জ্বালাটা যে এখনো ভুলতে পারেননি সেটিও স্পষ্ট তাঁর কণ্ঠে, ‘এই মুহূর্তে আমরা বেশ ভালো করছি। সবার মধ্যে একতাটা স্পষ্ট, আর আমাদের আত্মবিশ্বাসও বেড়েছে। আশা করি, আফগানিস্তানের বিপক্ষে হিসাবটা আমরা পালটে দিতে পারব।’ পরশু নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে আফগানরা ৬ উইকেটে এবং জিম্বাবুয়ে ১১ রানে জিতেছে স্কটল্যান্ডের বিপক্ষে। দুই ম্যাচে দুই অফস্পিনার পার্থক্য গড়ে দিয়েছেন। ৪টি করে উইকেট নেওয়া সেই ওয়েলিংটন মাসাকাদজা ও মোহাম্মদ নবী নিশ্চিতভাবে এই লড়ায়েই থাকবেন মনোযোগের কেন্দ্রে। ক্রিকইনফো
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের