kalerkantho


২০২১ পর্যন্ত বার্সাতেই মেসি!

১১ মার্চ, ২০১৬ ০০:০০২০১৮ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসির। তাও এখনো দুই বছর বাকি। চুক্তি নবায়নের কথাও ওঠেনি। এর পরও কাতালান ক্লাবটির টেকনিক্যাল সেক্রেটারি রবার্ত ফের্নান্দেস এখনই জানিয়ে রাখলেন, আর্জেন্টাইন খুদে জাদুকর আরো অন্তত পাঁচ বছর থাকবেন ন্যু ক্যাম্পে।

‘মেসি যে ২০২১ সাল পর্যন্ত থাকবেন, সেটা নিশ্চিত’—ফের্নান্দেস বলেছেন স্প্যানিশ এক সংবাদমাধ্যমকে। চুক্তি নিয়ে কোনো আলোচনা না উঠলেও ২০১৮ সালের পর মেসি বার্সেলোনায় থাকবেন কি না, এ গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেক দিন ধরেই। সব গুঞ্জন থামিয়ে দিয়ে বার্সেলোনার এই কর্তা বললেন, ‘আমরা কথা বলছি বিশ্বের সেরা খেলোয়াড়ের সম্পর্কে, যিনি দুর্দান্ত ক্রীড়াবিদ এবং ব্যক্তিগতভাবে অসাধারণ এক মানুষ। খেলোয়াড় হিসেবে আমরা তাঁকে সামনের আরো কয়েকটি বছর পাব।’ ফের্নান্দেস একই সঙ্গে নিশ্চিত করেছেন, ন্যু ক্যাম্পেই থাকছেন নেইমার। ব্রাজিলিয়ান তারকার ব্যাপারে বললেন, ‘এর আগেও বিষয়টি আমি নিশ্চিত করেছিলাম, আবারও বলছি নেইমার এখানেই থাকছে। কোনো সমস্যা নেই।’ গোল ডটকম


মন্তব্য