kalerkantho


জাতীয় মহিলা ফুটবল

ক্রীড়া প্রতিবেদক   

১১ মার্চ, ২০১৬ ০০:০০কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজেএমসি ৭-১ গোলে গতবারের চ্যাম্পিয়ন হিসেবে ময়মনসিংহকে হারিয়ে শিরোপা জিতেছে। এত বড় হার তাদের প্রাপ্য ছিল না। কারণ বয়সে ছোট এই স্কুলপড়ুয়া মেয়েরা সুন্দর ফুটবল খেললেও সাবিনা খাতুন ও স্বপ্নার কাছে হেরে গেছে। দুজনের পায়ে বল পড়লেই গতিতে ময়মনসিংহকে পেছনে ফেলে তারা এগিয়ে গেছেন এবং গোল করেছেন। সাবিনার চার গোলের পাশাপাশি স্বপ্নাও করেছেন হ্যাটট্রিক। জাতীয় দলের ফরোয়ার্ড বিজেএমসির সাবিনা খাতুন মনে করেন, ‘তারা ভালো খেললেও অভিজ্ঞতায় আমরা এগিয়ে ছিলাম।’


মন্তব্য