kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


সংক্ষিপ্ত

খেলতে পারবেন ফাঙ্গিসো

১০ মার্চ, ২০১৬ ০০:০০বিশ্ব টি-টোয়েন্টি অনিশ্চিত হয়ে পড়ছিল অ্যারন ফাঙ্গিসোর। ঘরোয়া লিগের একটি ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন এই প্রোটিয়া স্পিনার।

তাই খেলেননি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি। অ্যাকশন শুধরে গত সোমবার পরীক্ষা দেন ৩২ বছর বয়সী ফাঙ্গিসো। ফলটা পক্ষেই এসেছে বয়সী এই স্পিনারের। তাই তাঁর স্বস্তি, ‘খুব ভালো লাগছে। এত দিন খেলার পর অবৈধ অ্যাকশনের অভিযোগ উঠলে ভেঙে পড়ে যে কেউ। তবে আমি নিজের সেরাটাই চেষ্টা করব। ’ দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬ ওয়ানডে আর ৯টি টি-টোয়েন্টি খেলেছেন ফাঙ্গিসো। ওয়ানডেতে ১৬টি আর টি-টোয়েন্টিতে পেয়েছেন ১৩ উইকেট। ভারতের স্পিনবান্ধব উইকেটে প্রোটিয়াদের অন্যতম অস্ত্র ভাবা হচ্ছে তাঁকে। ক্রিকইনফো


মন্তব্য