kalerkantho


অলিম্পিকে নেইমারকে চান দুঙ্গা

১০ মার্চ, ২০১৬ ০০:০০অলিম্পিকে নেইমারকে চান দুঙ্গা

এক বিশ্বকাপ ট্রফিই আছে পাঁচটি। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছে আটবার। ব্রাজিলের ট্রফিকেসে নেই বলতে শুধু অলিম্পিক সোনার পদক। ২০১৬ সালে ক্রীড়াযজ্ঞের আসর বসছে ব্রাজিলে। ঘরের মাঠে এবার আক্ষেপ দূর করার স্বপ্ন দেখছে ব্রাজিলিয়ানরা। আর এই স্বপ্নযাত্রায় নেইমারকে খুব করে চাইছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লোস দুঙ্গা। এমনকি কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ‘বিশেষ’ কোপা বাদ দিয়ে তিনি অলিম্পিক দলে বার্সেলোনা ফরোয়ার্ডকে গুরুত্ব দিচ্ছেন বেশি করে।

জুনে কোপা আমেরিকা শেষ হওয়ার পর আগস্টে শুরু হবে অলিম্পিক। একই সঙ্গে দুটি টুর্নামেন্টে নেইমারকে পাওয়াটা বেশ কঠিন। যদিও ব্রাজিলিয়ান সুপারস্টার জানিয়ে রেখেছেন, তিনি খেলতে চান দুটি টুর্নামেন্টেই। কোপা আমেরিকা যেহেতু ফিফার সূচিভুক্ত, তাই বার্সেলোনা নেইমারকে ছাড়তে বাধ্য। কিন্তু অলিম্পিকের জন্য ব্রাজিলিয়ান তারকাকে ছাড়ার কোনো বাধ্যবাধকতা নেই ইউরোপ চ্যাম্পিয়নদের। এখানেই দেখা দিয়েছে সংশয়। অবশ্য সম্ভাবনা আছে, যদি কোপা আমেরিকা বাদ দিয়ে নেইমার শুধু অলিম্পিক বেছে নেন তাহলে হয়তো বার্সেলোনা থেকে সবুজ সংকেত পাবেন তিনি। যদি এমনটাই হয়, তাহলে অলিম্পিকেই নেইমারকে চান দুঙ্গা, ‘(বেছে নেওয়াটা) খুব কঠিন। তবে আমার মনে হয়, যে একটি মাত্র পদক ব্রাজিল এখনো জিততে পারেনি, সেটার জন্য চেষ্টা করাটা জরুরি। বড় কথা এবার আমরা ঘরের মাঠে খেলব।’ অবশ্য এখনই হাল ছেড়ে দিচ্ছেন না ব্রাজিলিয়ান কোচ, ‘আমাদের কথা বলতে হবে বার্সেলোনা, দল ও নেইমারের সঙ্গে। দেখতে হবে কোন বিষয়টা এই তিনের জন্যই ভালো।’ এএফপি


মন্তব্য