kalerkantho


ভারতকেই এগিয়ে রাখছেন সাবেকরা

৯ মার্চ, ২০১৬ ০০:০০ভারতকেই এগিয়ে রাখছেন সাবেকরা

স্বাগতিকরা বিশ্ব টি-টোয়েন্টির শিরোপা জেতেনি এখনো। এবার কি ইতিহাসটা বদলানোর পালা ভারতের? অস্ট্রেলিয়ার মাটিতে স্টিভেন স্মিথের দলকে হোয়াইটওয়াশ করে এসেছে তারা। এরপর মহেন্দ্র সিং ধোনির দল জিতল এশিয়া কাপের শিরোপাও। ফর্মের তুঙ্গে থাকা ভারতকেই তাই এবারের বিশ্ব টি-টোয়েন্টির ফেভারিট বলছেন বেশির ভাগ বিশেষজ্ঞ। বিশ্ব টি-টোয়েন্টির উদ্বোধন সামনে রেখে দিল্লির এক অনুষ্ঠানে মিলিত হয়েছিলেন কপিল দেব, মোহাম্মদ আজহার উদ্দিন, সৌরভ গাঙ্গুলি, ওয়াসিম আকরাম এবং ইনজামাম উল হকের মতো তারকারা। তাঁরা সবাই শিরোপা দেখছেন মহেন্দ্র সিং ধোনির হাতেই।

১৯৮৩-র বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব ভারতকে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরে তাঁর সেরা চার সাজালেন এভাবে, ‘অবশ্যই শিরোপার দাবিদার ভারত। নিজেদের দেশে এই ফরম্যাটে ধোনিদের হারানো কঠিন। সেরা চার করতে বলা হলে ভারতের পর পাকিস্তান, অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকাকে রাখব আমি।’ পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক আবার সেরা চারেই রাখেননি শহীদ আফ্রিদিদের। এশিয়া কাপে দলের ব্যর্থতা দেখার পর পাকিস্তানের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি, ‘ভারতের পর আমার সেরা চারে থাকবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এশিয়া কাপের দল নিয়ে খেললে আশা নেই পাকিস্তানের। দলে আরো একজন ব্যাটসম্যানের দরকার। কেউ ইনজুরিতে পড়লে আরো বিপদ। বদলি খেলোয়াড়ই তো নেই, যা ভারতের আছে।’এরই মধ্যে আবার গুজব ছড়িয়েছে বিশ্ব টি-টোয়েন্টি খেলতে আসার আগে দ্বন্দ্বে জড়িয়েছেন কোচ ওয়াকার ইউনিস ও শহীদ আফ্রিদি! এজন্যই হয়ত ইনজামামের মতো ওয়াসিম আকরামও নিজের সেরা চারে রাখেননি পাকিস্তানকে। সৌরভ গাঙ্গুলিও শিরোপা দেখছেন ভারতের হাতে। তবে ইংল্যান্ডকেও বাজির ঘোড়া ধরছেন তিনি। তবে খোদ ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিই শিরোপা জয় নিয়ে ভাবছেন না এখনই। তিনি এগোতে চান ম্যাচ ধরে ধরে, ‘এখনই শিরোপা নিয়ে ভাবছি না, তাহলে অহেতুক চাপে পড়ে যাব। আমরা এগোতে চাই একেকটা ম্যাচ ধরে।’ এদিকে অনিশ্চয়তা কেটে গেছে পাক-ভারত ম্যাচটি নিয়ে। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে ধর্মশালাতেই হচ্ছে ম্যাচটি।  পিটিআই


মন্তব্য