kalerkantho

টপ অব দ্য ডে

৫ মার্চ, ২০১৬ ০০:০০টপ অব দ্য ডে

রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার ৫-১ গোলের বড় জয়েও হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ২২ মিনিটে রাকিটিচ লক্ষ্যভেদ করার এক মিনিট পর গোল উৎসবের শুরু করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর। ৫৩ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল। ৭২ মিনিটে আরো একবার ভায়েকানোর জালে বল জড়িয়ে পূরণ করেছেন হ্যাটট্রিক। স্প্যানিশ ফুটবলে ক্রিস্তিয়ানো রোনালদোর সমান ৩৫টি হ্যাটট্রিক এখন মেসিরও।


মন্তব্য