kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।


এমন করলে লোকে ঘুষি মারত!

৪ মার্চ, ২০১৬ ০০:০০এমন করলে লোকে ঘুষি মারত!

লিওনেল মেসি ও লুই সুয়ারেসের ‘পাসিং পেনাল্টি কিক’ নিয়ে কম আলোচনা হয়নি। ‘আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর’ ব্যাপারটাকে দেখছেন ‘অপরাধ’ হিসেবেই।

‘ফক্স স্পোর্টস ৯০ মিনিট’ অনুষ্ঠানে এসে হাসতে হাসতেই ম্যারাডোনা রসিকতা করে বলেছেন, ‘মেসির মতো করে আমি যদি এমন কোনো ইনডিরেক্ট পেনাল্টি নিতাম, সেটা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ যে স্তরের ফুটবলেই হোক না কেন, লোকে আমাকে ঘুষি মারত। ’ বার্সেলোনার সাম্প্রতিক ফর্ম তুঙ্গে, একটা সময় নিজেও বার্সেলোনায় খেলা ম্যারাডোনা আক্ষেপ করেন এমন একটা দলের অংশ হতে না পেরে, ‘এই বার্সেলোনা দলে খেলতে পারলে খুব ভালো লাগত। ’ একই সঙ্গে অবশ্য জানিয়েছেন, এই দলটাকে হারাতে পারলেও কম খুশি হতেন না! নেইমারের প্রশংসাও কম করলেন না ম্যারাডোনা, ‘সে ব্যালন ডি’অর পাওয়ার রাস্তাতেই আছে। ’ পিটিআই


মন্তব্য