kalerkantho


ঝলক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা

২ মার্চ, ২০১৮ ০০:০০ঝলক পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা

নাদিম আসলাম

এ বছরের ঝলক সাহিত্য পুরস্কারের জন্য মনোনীত বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ব্রিটেনে বসবাসরত অশ্বেতাঙ্গ লেখকদের (বিএএমই—ব্রিটিশ ব্ল্যাক এশিয়ান অ্যান্ড মাইনরিটি এথনিক) জন্য গত বছর এ পুরস্কার প্রবর্তন করা হয়। সংক্ষিপ্ত তালিকার বইগুলো হচ্ছে—নাদিম আসলামের ‘দ্য গোল্ডেন লেজান্ড’, কায়ো চিঙ্গোনির ‘কুমুকান্ডা’, রেনি এডো-লজের ‘হোয়াই আই’ম নো লংগার টকিং টু হোয়াইট পিপল অ্যাবাউট রেইস’, শিয়াওলু গুয়োর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন দ্য ইস্ট’, মিনা কান্ডাসামির ‘হোয়েন আই হিট ইউ : অর, অ্যা পোর্ট্রেইট অব দ্য রাইটর অ্যাজ অ্যা ইয়াং ওয়াইফ’ এবং কিরন মিলউড হারগ্রেভের ‘দ্য আইল্যান্ড অ্যাট দ্য অ্যান্ড অব এভরিথিং’। ১২ বইয়ের দীর্ঘ তালিকা থেকে লেখক ও পুরস্কারের সহ-প্রতিষ্ঠাতা সানি সিং, লেখক ক্যাথেরিন জনসন, ঔপন্যাসিক তানিয়া বায়ার্ন, ভেরা চোক—এবং নু সারো-উইওয়ার সমন্বয়ে গঠিত বিচারক কমিটি এ সংক্ষিপ্ত তালিকা তৈরি করেন। আগামী ১৫ মার্চ সেন্ট্রাল লন্ডনে এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ীকে এক হাজার পাউন্ড সম্মানি দেওয়া হবে।মন্তব্য