kalerkantho


১১০টি পরিবারকে দেওয়া হলো চাল

১৬ মার্চ, ২০১৯ ০০:০০১১০টি পরিবারকে দেওয়া হলো চাল

অভাবের কারণে ঠিকমতো তিন বেলা ভাত খেতে পারে না এমন মানুষ এখনো এই সমাজে আছে। কিছু না কিছু খেয়ে তারা হয়তো দিন পার করে ঠিকই; কিন্তু ভাতের অভাব কি আর অন্য কিছুতে পূরণ হয়। এমনই বেশ কিছু পরিবারকে খুঁজে বের করে তাদের পাশে দাঁড়িয়েছেন শুভসংঘ বগুড়া জেলা শাখার বন্ধুরা। শুভসংঘের পক্ষ থেকে বগুড়া শহরের সিলিমপুরে ১১০টি পরিবারের মধ্যে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। শুভসংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ ব্যক্তিগত উদ্যোগে এই সহযোগিতা করেন। চাল দেওয়ার জন্য তালিকাভুক্ত করা হয় বিধবা, হতদরিদ্র এবং দিনমজুর শ্রেণির মানুষজনকে। চাল নিতে আসা ধলি বেওয়া (৭০), লোফি বেওয়া (৬৫), তারা বেওয়া (৬০), জাহানারা (৫০) জানান, আমরা অভাবী মানুষ। এলাকার জনপ্রতিনিধিদের কাছে অনেক ধরনা দিয়েছি। কোনো লাভ হয়নি। অথচ আজ আমাদের বাড়িতে এসে সাহায্য করে গেল। আল্লাহ এই সাহায্য দেখছেন, উনি আপনাদের ভালো করবেন।

 মন্তব্য